বিশ্বসাহিত্য কেন্দ্র অনলাইন বইপড়া কর্মসূচি
  • অমিয়নাথ সান্যাল

  • বই সংখ্যা: 1

জন্ম মে মাসে ১৮৯৫ সালে কৃষ্ণনগরে, রীতিমত সম্ভ্রান্ত পরিবারে । বাবা দীননাথ ছিলেন সংগীতরসিক, গায়ক এবং সাহিত্য সমালোচক, শুধু তাই নয় তিনি ছিলেন সিভিল সার্জেন। কাজেই ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে তাঁর যোগাযোগ অত্যন্ত নিবিড়।

আই.এসসি. পাশ করে অমিয়নাথ যোগ দেন ‘বেঙ্গল রেজিমেন্ট’-এ। হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করে কলকাতা সেন্ট্রাল কলেজ থেকে গ্র্যাজুয়েট । সেই সময় থেকেই পরিচয় বড়ো বড়ো ওস্তাদদের সঙ্গে। তালিম নিয়েছেন ওস্তাদ বাদল খাঁ, বিশ্বনাথ রাও প্রমুখদের কাছে, পরে এসরাজ বাদনেও খ্যাতিলাভ করেন। কিন্তু তাঁর মূল অবদান উচ্চাঙ্গ সংগীতে ‘রাগ’-এর আত্মা ও স্বরূপ বিশ্লেষণ ও সেই সংক্রান্ত গবেষণামূলক কাজে। তাঁর রচিত ‘Ragas and Raginis’ ও ‘স্মৃতির অতলে’ গ্রন্থদুটি বিশেষ উল্লেখযোগ্য।

২৫শে জানুয়ারি ১৯৭৮ এ প্রয়াত হ’ন অমিয়নাথ সান্যাল ।

বইসমূহ



সর্বমোট অ্যাপ ডাউনলোড
২৬৫৩৭
মোট নিবন্ধনকৃত ব্যবহারকারী
২৫৩০০
সর্বমোট ডাউনলোড
১৯৪৩৫০৯
সর্বমোট ভিজিটর
১৪৯০৫৮৮